Home / জাতীয় / ৬১৭ পুলিশ সদস্যের পদোন্নতিতে ইসির সম্মতি
৬১৭ পুলিশ সদস্যের পদোন্নতিতে ইসির সম্মতি

৬১৭ পুলিশ সদস্যের পদোন্নতিতে ইসির সম্মতি

নির্বাচন কমিশনের (ইসি) সম্মতিতে জটিলতার বরফ গলিয়ে অবশেষে পদোন্নতি পেলেন ৬১৭ পুলিশ সদস্য। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৪৮০ জন পুলিশ সদস্য কনেস্টবল থেকে পদোন্নতি পেয়ে এএসআই (সহকারী উপ-পরিদর্শক) এবং বাকি ১৩৭ জন এএসআই থেকে এসআই (উপ-পরিদর্শক) পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ইসি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। এর ফলে বহুদিন অনিশ্চয়তায় থাকার পর এইসব পুলিশ সদস্যের পদোন্নতির বাধা দূর হলো।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হন এই ৬১৭ সদস্য। নিয়ম অনুযায়ী এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পদোন্নতি না হলে প্রক্রিয়াটি বাতিল হওয়ার কথা ছিল। তাই ডিসেম্বরের শুরুতেই এসব পুলিশ সদস্যের পদোন্নতি দিতে কাজ শুরু করে পুলিশ সদর দপ্তর। তবে ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পদোন্নতি প্রক্রিয়া নিয়ে বিপাকে পড়ে তারা।

সংবিধান অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রশাসনিক যে কোনো নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ইসি সচিবালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এরই ধারাবাহিকতায় এই ৬১৭ পুলিশ সদস্যের পদোন্নতিতে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ