রাজধানীর বাংলামটরে পুলিশের রিকুইজিশন করা বাসে দেয়া আগুনে দগ্ধ হয়ে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
বুধবার দুপুরে রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নং-৪২। মামলায় ইন্ধনদাতা ও প্ররোচনাকারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতের পালায় বাংলামটর এলাকায় দায়িত্ব পালন করতে যান ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস খলিল (৪২) ও ফাইজুল ইসলাম (৪২)। পুলিশের রিকুইজিশন করা বাসে রাত ১১টা ২০ মিনিটের দিকে বাংলামটর এলাকায় পৌঁছেন তারা।
গাড়ি থেকে নামার আগেই বাংলামটর পুলিশ বক্সের সামনে ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফাইজুল ও বাসের চালক বায়েজিদ লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পেয়েছেন। আর গাড়ি থেকে নামার আগেই দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ফেরদৌস।