গাজীপুরের শফীপুরে চলন্ত ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আহত ট্রাক চালক মোহাম্মদ নজরুল ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) তিনি মারা যান।
ট্রাকের হেলপার নুরুজ্জামান বাংলানিউজে জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশে আমরা গত শুক্রবার বিকেলে রওনা দেই। টাঙ্গাইল জেলায় এসে অবরোধের কারণে ট্রাক নিয়ে দুই দিন অবস্থান করি।
টাঙ্গাইল থেকে চট্টগ্রামের উদ্দেশে মঙ্গলবার বিকেল ৫টায় রওনা দেই। আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় গাজীপুরের শফীপুরে আসলে দুবৃর্ত্তরা আমাদের চাল ভর্তি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে করে ট্রাক চালক নজরুল আগুনে দগ্ধ হন। আহত অবস্থায় মঙ্গলবার রাত ১১টায় আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
নুরুজ্জামান বলেন, পেট্রোল বোমার আগুনে তার পা পুড়ে যায়। ডাক্তাররা অনেক চেষ্টার পর রাত ১টায় তাকে মৃত ঘোষণা করেন।