দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকেরা না আসলে দেশীয় পর্যবেক্ষকেরা পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
রোববার কমনওয়েলথ এবং সোমবার যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, তারা একতরফা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই সিদ্ধান্ত জানিয়েছিল।
এ প্রসঙ্গে জানতে চাইলে কাজী রকিব উদ্দিন বলেন, “আমরা তাদের দাওয়াত করেছি। নির্বাচন পর্যবেক্ষণে তাদের নিজস্ব কিছু নীতিমালা ও পদ্ধতি আছে। সেই সব বিচার-বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন পর্যবেক্ষণ করবে কি করবে না।”
বিদেশি পর্যবেক্ষকেরা না এলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, “দেশীয় পর্যবেক্ষকেরাও আছেন, তাঁরা দেখবেন। আপনারাও আছেন, নিজেরা দেখবেন, দেশের মানুষকে দেখাবেন।”