দশম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ জেলায় সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেছেন, যেসব জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন হচ্ছে না, সেসব জেলায় নির্বাচনী কাজে সেনা মোতায়েন করা হবে না। তবে সরকার চাইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে যেকোন সময় সেখানে সেনা মোতায়েন করতে পারবে। এটা সরকারের ব্যাপার, আমাদের নির্বাচনী কাজের সাথে সম্পর্কিত নয়।
রবিবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এবার শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি ও জয়পুরহাট-এই পাঁচটি জেলায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন হচ্ছে না।
কাজী রকিবউদ্দীন বলেন, নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলার পরিস্থিতি বুঝে জেলাগুলোতে সেনা মোতায়েন করা হবে। তারা ভ্রাম্যমাণ হিসাবে সব জেলাতেই ঘুরতে পারবেন। তবে কোন জেলাতে কত সংখ্যক থাকবে তা নির্ভর করবে জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সিদ্ধান্তের ওপর। যে জেলাতে যতসংখ্যক প্রয়োজন হবে সেভাবেই মোতায়েন করা হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ১৯৭৩ সালের নির্বাচন থেকে এ পর্যন্ত সব জাতীয় নির্বাচনেই সেনা মোতায়েন হয়ে আসছে। এ নির্বাচনেও তাই কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
সেনাবাহিনী ছাড়া জাতীয় নির্বাচন করা সম্ভব হয় না উল্লেখ করে তিনি বলেন, আমিতো এতো দিন সবার তোপের মুখে ছিলাম, কেন সেনাবাহিনী ডিপ্লয় করছি না। এ নিয়ে সাংবাদিকরাই অনেক সমালোচনা করেছেন। সিটি করপোরেশনসহ অন্যান্য নির্বাচনে সেনা মোতায়েন করিনি কেন তা নিয়েও বিরূপ সমালোচনা হয়েছে। কিন্তু তখন কমিশন প্রয়োজন মনে করেনি। কিন্তু এখন আবার মোতায়েন করার পর সাংবাদিকরাই সমালোচনা করছেন।