রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ ৩৭ বিদেশিকে গ্রেপ্তার করেছে র্যাব।
উত্তরার ১২ নম্বর সেক্টরে ২৮ নম্বরে ছয় তলা ওই বাড়িতে রোববার রাতে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াত জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় তলা ভবনের পুরোটা জুড়েই তারা থাকতেন। বিদেশিদের মধ্যে ৩২ জন তাইওয়ানের নাগরিক, পাঁচজন চীনা।
কী পরিমাণ ভিওআইপি সরঞ্জাম পাওয়া গেছে- জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, “এখনো পুরো হিসাব করা হয়নি।”
অভিযানে থাকা অবস্থায় কিসমত হায়াত মোবাইল ফোনে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে আমরা বাড়িটিতে অভিযান শুরু করি। এখনো অভিযান চলছে। অভিযান শেষে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।”