Home / জাতীয় / র‌্যাব কার্যালয়ে হেফাজত নেতা নূর হোসেন কাসেমী
নূর হোসেন কাসেমী

র‌্যাব কার্যালয়ে হেফাজত নেতা নূর হোসেন কাসেমী

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসেন কাসেমী বর্তমানে র‌্যাব-১ এর কার্যালয়ে অবস্থান করছেন।

তবে তিনি স্বেচ্ছায় সেখানে গেছেন নাকি তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

অবশ্য র‌্যাবের দাবি, ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে হেফাজতের পূর্বঘোষিত সমাবেশে ৠাবের সহযোগিতা চাওয়ার উদ্দেশ্যেই র‌্যাব কার্যালয়ে এসেছেন নূর হোসেন কাসেমি।

অপরদিকে হেফাজতের কর্মীদের দাবি র‌্যাবই নূর হোসেন কাসেমিকে তাদের কার্যালয়ে নিয়ে গেছে। রোববার দুপুর একটায় র‌্যাব-১ কার্যালয়ে প্রবেশ করেন নূর হোসেন কাসেমি।

এ ব্যাপারে র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান এটিএম হাবিবুর রহমান, ‘তাকে আটক করা হয়নি। তিনি স্বেচ্ছায় র‌্যাব অফিসে এসেছেন। ২৪ তারিখে শাপলা চত্বরে হেফাজতের পূর্ব ঘোষিত কর্মসূচিতে র‌্যাবের সহযোগিতা কামনা করেছেন তিনি।’

দুপুর পৌনে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ৠাব-১ কার্যালয়েই অবস্থান করছিলেন।

২৪ ডিসেম্বরের সমাবেশে নূর হোসেন কাসেমির সভাপতিত্ব করার কথা। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে হেফাজতের আমীর মাওলানা আহমেদ শফীর নাম উল্লেখ করা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ