Home / জাতীয় / ‘আমি সাধারণ কেউ না, দেশের মালিক’
'আমি সাধারণ কেউ না, দেশের মালিক'

‘আমি সাধারণ কেউ না, দেশের মালিক’

শুক্রবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনার হিদার ক্রুডেনের যখন বৈঠক চলছিল তখন চেক রঙের শার্ট পরা, মুখে দাড়িওয়ালা এক মধ্যবয়স্ক লোক মন্ত্রীর কক্ষের সামনে আসেন। সেখানে দরজা ঠেলে ভেতরে উঁকি দেন তিনি। ভিতরে বৈঠক চলতে দেখে বাইরে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর ফের ভেতরে উঁকি দিয়ে হাত দিয়ে ইশারা করে অর্থমন্ত্রীকে ডাকতে থাকেন। এ সময় বৈঠক থেকে অর্থমন্ত্রী এসে সজোরে ধমক দেন। ‘ইউ স্টুপিড। গেট লস্ট’ বলে তিনি নিজেই আবার দরজা আটকে দেন। ততক্ষণে লোকটি চিৎকার চেচামেচি শুরু করে। নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন লোকটিকে তাৎক্ষণিক আটক করে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব তানভীর বাশারের রুমে নিয়ে যায়। পরে পুলিশের উর্ধ্বতনরা এসে তাকে নিয়ে যান। সাংবাদিকদের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে লোকটি বলেন, আমি দেশের মালিক। আমি সাধারণ কেউ না। কিভাবে সচিবালয়ে ঢুকলেন জানতে চাইলে তিনি বলেন, পাস লাগে না। আমি মন্ত্রীর কাছে এসেছি মেশিন নিতে। দেশের মালিকের মেশিনটি অর্থমন্ত্রীর কাছে। সেটি নিতে এসেছি! বাড়ি কোথায় জানতে চাইলে একবার বলেন কিশোরগঞ্জ, আরেকবার বলেন কুমিল্লা। পরে সন্দেহজনক ওই লোকটিকে সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ