Home / জাতীয় / নূর হোসেন কাসেমীকে র‌্যাব সদরদপ্তরে নেয়া হয়েছে

নূর হোসেন কাসেমীকে র‌্যাব সদরদপ্তরে নেয়া হয়েছে

ঢাকা মহানগর হেফাজতের আহবায়ক নূর হোসেন কাসেমীকে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বেলা পৌনে একটার দিকে বারিধারার কার্যালয় থেকে র‌্যাবের কর্মকর্তারা তাকে সদরদপ্তরে নিয়ে যান বলে ওই কার্যালয়ে উপস্থিত হেফাজত নেতারা জানিয়েছেন। আগামী ২৪শে ডিসেম্বর শাপলা চত্বরের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করছিলেন কাসেমী। হেফাজত নেতারা জানান, কয়েকজন র‌্যাব কর্মকর্তা এসে কাসেমীকে সদরদপ্তরে যেতে অনুরোধ করেন। এসময় তিনি নিজের অসুস্থতা এবং সমাবেশ নিয়ে ব্যস্ততার কথা জানান। পরে র‌্যাব কর্মকর্তারা বলেন, তাকে আবার কার্যালয়ে ফের পৌঁছে দেয়া হবে। সমাবেশ নিয়ে ঊর্ধতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলতে চান। পরে কাসেমীকে গাড়িতে করে সদরদপ্তরে চলে যান কর্মকর্তারা।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ