Home / জাতীয় / বেনাপোল সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১৩

বেনাপোল সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১৩

বেনাপোল পোর্ট থানা সংলগ্ন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-খুলনা জেলার মনজুরুল (৩০), সংকর কুমার (২৭), বেনিতা রায় (১৮), পাবনা জেলার আনোয়ার (২২), সাতক্ষীরা জেলার ইব্রাহিম হোসেন (২৯), বরিশাল জেলার সুদেস চন্দ্র (৪৮), চাঁদপুর জেলার হান্নান বেপারি (২৬), শাহিন (৩৫), কুমিল্লা জেলার ওয়েস (২০), জামাল (৩৮), মাগুরা জেলার সুমিত কুমার (২৫), মহেশপুরের সিরাজুল ইসলাম (৪৫) ও তার মেয়ে শারমিন (২০)।

বেনাপোপল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম রোববার সকালে সংবাদমাধ্যমকে জানান, ভোরে ওই ১৩ জন পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় খুলনা ২৩ বিজিবির সদস্যরা তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ