রংপুরের বাবুপাড়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় রংপুরের সঙ্গে ঢাকা ও পার্বতীপুর লাইনের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার তপন কুমার জানান, চট্টগ্রাম থেকে সারবাহী ট্রেনটি রংপুরে এসে সার আনলোড করার কথা ছিল। সকাল সাড়ে ৯টায় ট্রেনটি স্টেশনের দুইশ’ গজ পূর্বপাশে বাবুপাড়ায় এসে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
তিনি জানান, ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারের চেষ্টা করছে। তবে কখন নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হবে সে ব্যাপারে কিছু জানাননি তিনি। ঘটনাটি নাশকতা কিনা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি স্টেশন মাস্টার।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ফিস প্লেটের নাটগুলো লুজ থাকার কারণে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।