১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে সারাদেশে আহত ৫২৩, গ্রেফতার ৩৮৫ এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা দেওয়া হয় ৩ জনকে। এছাড়া ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার বিকেলে বিএনপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দুপুরে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে সাদা পোশাকধারী পুলিশ এলিফ্যান্ট রোড থেকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানানো হয়।
এছাড়া শুক্রবার টাঙ্গাইল জেলার সদর থানার ধইন্না ইউনিয়নের চেয়ারম্যান টাঙ্গাইলের বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুককে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।