কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে সম্প্রতি পাকিস্তান যে ধৃষ্টতা দেখিয়েছে এরজন্য একাত্তরের মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন, ‘যুদ্ধাপরাধের বিষয়ে তাদের বক্তব্য সঠিক নয়।’
‘একাত্তর সালে এদেশের জনগণ পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। একটি স্বাধীন দেশ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কিছুতেই মেনে নেয়া যায়না।’
একজন মুক্তিযোদ্ধা হিসেবে নয়, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনগণের মতো তিনিও এ আচরণের তীব্র প্রতিবাদ জানান বলে অভিমত ব্যক্ত করেন।
বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ছে কিনা এরকম প্রশ্নের জবাবে দলটির ভাইস চেয়ারম্যান নোমান বলেন,‘জামায়াতের সঙ্গে বিএনপির অ্যালায়েন্স ক্ষণস্থায়ী।’
এটিকে রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করে তিনি বলেন,‘তাদের (জামায়াত) মতাদর্শ ও আমাদের আদর্শ সম্পূর্ণ ভিন্ন।’
এ প্রসঙ্গে যোগ করে তিনি বলেন,‘জামায়াতের সঙ্গে আওয়ামী লীগেরও অ্যালায়েন্স হয়েছিল। বিএনপি শুধু ডানপন্থীদের সঙ্গে নয় অতীতে বামদের সঙ্গেও রাজনৈতিক কৌশলের কারণে জোটবদ্ধ হয়েছিল।’
৫ জানুয়ারির নির্বাচনকে একটি ‘হাস্যকর’ ও ‘ছেলেখেলা’ উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এ নির্বাচনের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই। দেখা যাবে ভোটের বাক্স খালি পড়ে আছে।’

বিএনপি’র সঙ্গে জামায়াতের অ্যালায়েন্স ক্ষণস্থায়ী