রাজধানীর শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর যেকোনো মূল্যে মহা সমাবেশ করবে বলে হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।
সংগঠনটির নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমী এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন।
শনিবার দুপুরে রাজধানীর বারিধারার একটি মাদ্রাসায় সংবাদ সম্মেলনে কাশেমী বলেন, হেফাজত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে না। কাজেই বিরোধী দলের চলমান রাজনৈতিক কর্মসূচির আর আমাদের ঈমানি কর্মসূচি এক নয়।
২৪ ডিসেম্বরের মহা সমাবেশের জন্য সারাদেশ থেকে লোকজন আসতে পারে এজন্য ১৮ দলকে ২৪ ডিসেম্বরের কর্মসূচি তুলে নিতে এবং সরকারকে সমাবেশের অনুমতি দিয়ে সহেযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে হেফাজতের প্রতিটি কর্মসূচিতে বাধা দিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানকে খেঁপিয়ে তুলছে।
বাংলাদেশকে ইসলামের প্রকৃত দেশপ্রেমিকদের দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে নাস্তিকদের কোনো বিশৃঙ্খলা এ দেশের ধর্মপরায়ণ মুসলমানরা সহ্য করবে না।
আল্লামা মুফতি ওয়াক্কাস, মুফতি হারুন এজহার ও মুফতী সাখাওয়াতসহ আটক নেতাদের মুক্তির দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মুফতি মাহফুজুল হক, মাওলানা আবুল হাসনাত আমিনী, যুগ্ম সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম।