Home / জাতীয় / রাজধানীর আগারগাঁও থেকে ১৪ পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর আগারগাঁও থেকে ১৪ পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর আগরগাঁও বিএনপি বস্তি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর এডিশনাল এসপি রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাস ও নাশকতাবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আগরগাঁওয়ের বিএনপি বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ