রাজধানীর আগরগাঁও বিএনপি বস্তি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-২ এর এডিশনাল এসপি রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাস ও নাশকতাবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আগরগাঁওয়ের বিএনপি বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।