ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ফেনী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে শহরের সেনসিভ নামে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
জসিম উদ্দিন ওই হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছেন।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে ফেনী শহরের পুলিশ ফাঁড়িতে হামলাসহ তিনটি মামলা রয়েছে।