Home / জাতীয় / বড়দিনে কর্মসূচি না দেয়ার আহ্বান

বড়দিনে কর্মসূচি না দেয়ার আহ্বান

আসন্ন বড়দিন উপলক্ষে আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর হরতাল কিংবা অবরোধ না দেয়ার আহ্বান জানিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন।

শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলের প্রতি এ আহ্বান জানায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন খুলনা শাখা।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তুষার দোবে বাবলু।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন। ২৪ ডিসেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি থাকায় উৎসবে তাদের স্বজনরা আসা-যাওয়া করতে পারবে না। এ বছর এ দিনটি পালন করতে পারব কি না তা নিয়ে সংশয় রয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ধর্মীয় অনুভুতির বিষয়টি অনুধাবন করে ২৩ ও ২৪ ডিসেম্বরের কর্মসূচি প্রত্যাহার এবং ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত কোনো কর্মসূচি দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সংগঠনের সভাপতি নরবাট গোমেজ, সহ-সভাপতি সেনাস্টিন সরকার, সরোজ মল্লিক, প্যাথুয়ল সরকার প্রমুখ।

পরে সাংবাদিকদের জন্য উপহার হিসেবে আনা কেক কাটা হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ