Home / জাতীয় / সারাদেশে পালিত হচ্ছে ২১তম জাতীয় টিকা দিবস

সারাদেশে পালিত হচ্ছে ২১তম জাতীয় টিকা দিবস

শনিবার সারাদেশে পালন করা হচ্ছে ২১তম জাতীয় টিকা দিবস। দেশের দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর মধ্য দিয়ে পালিত হচ্ছে এ দিবস।

সকালে স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন জাতীয় শিশু হাসপাতালে ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন। সারা দেশে এক লাখ ৩০ হাজার কেন্দ্রের মাধ্যমে পোলিও টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ দিবসে পাঁচ বছরের নিচের বাচ্চাদের পোলিও টিকা খাওয়ানো হবে।

প্রতিবারের মতই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের টিকা কেন্দ্র খোলা থাকবে। শূন্য মাস থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে।

ভ্রমণরত ও ভাসমান শিশুদেরকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন জনসমাগম স্থলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে টিকা খাওয়ানো হবে।

এছাড়া বাদ পড়া শিশুদের ২২, ২৩, ২৪, ২৬ ডিসেম্বর খুঁজে খুঁজে পোলিও টিকা খাওয়ানো হবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ