১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় চলছে। নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা- সিলেট, কুমিল্লা -সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আট জেলায় সার সরবরাহ বন্ধসহ আখাউড়া স্থল বন্দরের কোনো পণ্যবাহী যানবাহন চলাচল করছে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বাইপাস সড়কের বিভিন্ন পয়েন্টসহ জেলার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা ভোর থেকে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে।
পুলিশ জানায়, আখাউড়া, সদর, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ এ সব নেতাকর্মীদের আটক করে। জেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে।