Home / জাতীয় / বড়দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
বড়দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

বড়দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

কয়েক দফা পিছানোর পর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর (বড়দিন) এ পরীক্ষা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ রুমি।

শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল ও অবরোধের কারণে তিন দফা এ ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বড়দিনের ছুটিতে ভর্তি পরীক্ষা গ্রহণের কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষার্থীদের সেশন জট থেকে রক্ষায় এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৮ নভেম্বর ছিল সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের নির্ধারিত সময়সূচি।

কিন্তু অবরোধ ও হরতালের কারণে ৭ ডিসেম্বর এবং পরে ২১ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারিত হয়।

কিন্তু শনিবার (২১ ডিসেম্বর) থেকে টানা ৮৪ ঘণ্টার অবরোধ আহ্বান করায় ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে এ পরীক্ষা গ্রহণের চূড়ান্ত সময়সূচি নির্ধারন করা হয়।

২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ‘ঘ’ ইউনিট, সাড়ে ১২টায় ‘গ’ ইউনিট এবং বিকাল সাড়ে ৩টায় ‘ক’ ও ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৬টি বিভাগে ২৯ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে এক হাজার ১৩৪ জন ভর্তির সুযোগ পাবেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ