গ্রিক সাইপ্রাসে অবৈধভাবে অবস্থান করা ৫১ জন অভিবাসীকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ওই ৫১ জন অবৈধ অভিবাসীকে বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন পুলিশ সুপার নাবিউল ইসলাম বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
অবৈধ এসব বাংলাদেশি উচ্চশিক্ষার্থে ও ভ্রমণ ভিসা নিয়ে সাইপ্রাসে ৩ বছর থেকে ১২ বছর ধরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশ জানায় এদের মধ্যে বেশিরভাগই স্থানীয় পুলিশের কাছে আটক হয়ে দেশটির কারাগারে অন্তরীণ ছিলেন।