Home / জাতীয় / বিমান বন্দরে টেলিভিশনের ভিতর স্বর্ণের বার

বিমান বন্দরে টেলিভিশনের ভিতর স্বর্ণের বার

হযরত শাহজালাল বিমান বন্দরে একটি এলইডি টেলিভিশনের ভেতর থেকে চার কেজি ওজনের ৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস।

ঢাকা কাস্টমস হাউজের একজন সহকারী কমিশনার জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বিমানবন্দরের ক্যানোপি এলাকায় ৪০ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেটি স্ক্যানিং মেশিনে পরীক্ষা করে দেখা যায় এর ভিতরে স্বর্ণের বার। টেলিভিশনের যন্ত্রাংশ খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।

একেকটি বারের ওজন এক কেজি। উদ্ধার হওয়া চার কেজির স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ