Home / জাতীয় / ধামরাইতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ১

ধামরাইতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ১

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইতে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শুক্রবার সকাল ৬টার দিকে মহাসড়কের কালামপুরে এ ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, সকালে কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্রিজের উপরে পল্লীসেবা পরিবহনের একটি বাস এবং মানিকগঞ্জগামী চাউলভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনার পর থেকেই ওই মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ