Home / জাতীয় / ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আটক ১০

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আটক ১০

বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অবরোধের শেষদিন বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নাজমুল হাসান (১৮), শারফিন (২২), কাজল (৪০), হুমায়ুন (৩৬), আলী আশরাফ (৪৮) ও তোফাজ্জলের (১৫) নাম জানা গেছে। আটক সবাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানা এলাকা থেকে চারজন ও কসবা এলাকা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নাশকতা রোধে শহরের ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ