পাকিস্তান তার সীমা লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির স্বঘোষিত চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের এক রেস্টুরেন্টে জাতীয় পার্টি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কাজী জাফর বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের এ হস্তক্ষেপ আমরা গ্রহণ করতে পারি না। পাকিস্তান তার সীমা লঙ্ঘন করেছে। এ ধরনের ঔদ্ধত্য আমরা মেনে নেব না।”
আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ইতোমধ্যেই সারা বিশ্বে হাসির খোরাক হয়েছে। আন্তর্জাতিক মহলে এ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ইউরোপীয় ইউনিয়ন. গণচীন, মার্কিন যুক্তরাষ্ট্র এ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
গণচীনের উদাহরণ টেনে তিনি বলেন, যে চীন কখনও কারও অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না। সেখানে আজ তারা বলেছে, নির্বাচন সব দলের অংশগ্রহণে হতে হবে, এবং বাংলাদেশকে তারা স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন কাজী জাফর।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগামী ২০ ডিসেম্বর শুক্রবার বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অপসারণ করার অধিকার আপনার আছে কি না? এমন প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রে ৩৯ ধারা অনুযায়ী আমরা তাকে অপসারণ করেছি।
১৮ দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি বলেন, আমাদের সামনে তিনটি পথ খোলা। ১৮ দলে যোগদান, ১৮ দলের বাইরে বিভিন্ন দল যেমন বিকল্প ধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এসব দলের সঙ্গে একত্রিত হওয়া অথবা একাই পথ চলা। তবে কাউন্সিলেই সব সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কাজী জাফরের জাতীয় পার্টির মহাসচিব গোলাম মসিহ, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, ড. টি আই এম ফজলে রাব্বী, উপদেষ্টা লুৎফর রহমান হেলাল প্রমুখ।