Home / জাতীয় / শনিবার পোলিও টিকা খাওয়ানো হবে

শনিবার পোলিও টিকা খাওয়ানো হবে

130402_UDAYAN_IN_POLIO২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে শনিবার সারাদেশে এক লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন এ তথ্য জানান।

স্বাস্থ্যসচিব জানান, শনিবার জাতীয় টিকা দিবসে পাঁচ বছরের নিচের সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। ওই বয়সী যে শিশুরা আগে জাতীয় টিকা দিবসে বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা খেয়েছে, তাদেরও এই কর্মসূচিতে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। এমনকি যেসব শিশু ওই দিন জন্মগ্রহণ করবে, তারাও বাদ যাবে না।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব টিকা কেন্দ্র খোলা থাকবে।

নিয়াজউদ্দিন আরও জানান, নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও ভ্রমণরত ও ভাসমান শিশুদের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন জনসমাগমস্থলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় টিকা দিবস সফল করতে সবার সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যসচিব।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এ কে এম আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ