গোপনে দেশ ছেড়ে চলে গেছেন রাজধানীর খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তবে কেন তিনি দেশত্যাগ করলেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর দুপুরে পরিবার নিয়ে তিনি দেশত্যাগ করেন। সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে শামীম হোসেন যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন।
বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এভাবে দায়িত্ব ফেলে শামীম হোসেনের দেশত্যাগের ঘটনায় বেশ বিব্রতকর পরিস্থিতে পড়েছে মহানগর পুলিশ। এ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তারা অভিবাসন পুলিশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে খিলক্ষেত থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, হঠাৎ অসুস্থতার কারণে গত ১৪ তারিখ শামীম হোসেন থানা থেকে পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা হন। তবে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওসি শামীম হোসেন সেখানে ভর্তি হননি।