ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা সরকারকে জানালেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব শহীদুল হক ও বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগের কথা জানান তিনি।
জানা যায়, প্রথম দফায় মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে দূতাবাস ও দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানান তিনি।
এরপর দ্বিতীয় দফায় বুধবার দুপুর ২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে এই উদ্বেগের বিষয়টি পুনর্ব্যক্ত করেন মজীনা।
জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোর পর পররাষ্ট্রমন্ত্রীও সরকারের পক্ষ থেকে দূতাবাস ও দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত কিছু দিন ধরে রাজধানীর বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভের ঘটনায় এই উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত মজীনা।
সাক্ষাতে দু’দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের বিষয়টিও আলোচনা হয় বলে জানায় ওই সূত্র।