রংপুর জেলা জাতীয় পার্টির (জাপা) ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল ১৬ ঘণ্টা কমিয়ে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে।
জেলার ব্যবসায়ী নেতাদের অনুরোধে বুধবার রাত ৮টার দিকে হরতাল শিথিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রংপুর মহানগর জাপার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ এস এম ইয়াসির বাংলানিউজকে এ তথ্য জানান।
উল্লেখ্য, জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি, মিছিলে প্রতিপক্ষের হামলা এবং দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলাব্যাপী হরতালের ডাক দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা।