স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার কুষ্টিয়ায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালন করা হবে। বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীম-উল হাসান অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা।