Home / জাতীয় / যাত্রা শুরু

যাত্রা শুরু

বুধবার থেকে রংপুর ও ময়মনসিংহের জন্য র‌্যাবের নতুন দু’টি ব্যাটালিয়ন যাত্রা শুরু করেছে। ব্যাটালিয়ন দু’টি হলো, রংপুরের জন্য ৠাব ১৩ এবং ময়মনসিংহের জন্য র‌্যাব ১৪।

র‌্যাব সদর দপ্তর জানায়, এতদিন যাবত র‌্যাব ৫ এবং র‌্যাব ৮’র দুইটি ইউনিট এ দুই অঞ্চলের দেখভাল করতো।

সরকার নতুন দু’টি ব্যাটালিয়ন অনুমোদন দেওয়ায় এ দুই অঞ্চলের সন্ত্রাস, মাদক ও জঙ্গী দমনে ৠাবের ভূমিকা আরও জোরদার হবে, এমনটিই ভাবছেন সংশ্লিষ্টরা।

র‌্যাব ১৩ ব্যাটালিয়নে লে. কর্নেল ইমরান এবং র‌্যাব ১৪ ব্যাটালিয়নে এডিশনাল ডিআইজি লোকমান হাকিম অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দুপুরে এ দুই অধিনায়ক হেলিকপ্টাযোগে রংপুর ও ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হন।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, দু’টি নতুন ব্যাটালিয়ন চালু হবার কারণে র‌্যাবের কর্মদক্ষতা এবং সংশ্লিষ্ট দুই অঞ্চলের মানুষের নিরাপত্তা বাড়বে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ