ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মতিউর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন ও জেল হাজতে পাঠানোর প্রতিবাদে বুধবার দিনাজপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রশিবির।
মঙ্গলবার ছাত্রশিবিরের দিনাজপুর শহর, দিনাজপুর জেলা উত্তর ও জেলা দক্ষিণের নেতারা যৌথ বার্তার মাধ্যমে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছেন শহর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সোহেল রানা।
উল্লেখ্য, শনিবার দিবাগত মধ্যরাতে পুলিশ মতিউর রহমানকে দিনাজপুর উপশহর ৮ নম্বর এলাকার একটি বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ।