Home / জাতীয় / কক্সবাজারে সাগরপথে মালয়েশিয়াগামী ১২ জন আটক

কক্সবাজারে সাগরপথে মালয়েশিয়াগামী ১২ জন আটক

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে ১২ জনকে পুলিশ আটক করেছে। কক্সবাজার শহরের কলাতলীর ২টি হোটেল থেকে গতকাল গভীররাতে এদের আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক রেজাউল আজ মঙ্গলবার সকালে কালের কণ্ঠকে জানান, আটক ব্যক্তিদের একটি দালালচক্র লোভ দেখিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য উৎসাহিত করে এখানে নিয়ে আসে।

আটক ব্যক্তিরা যশোর ও নরসিংদী জেলার বাসিন্দা। পাচারকারী দালালগণ এসব লোকজনকে রাতে সাগরে নৌকায় তুলে মালয়েশিয়ায় পাড়ি জমানোর আশ্বাস দিয়ে শহরের সাগর পাড়ের ২টি হোটেলে রেখে তাদের মোবাইল এবং অন্যান্য জিনিষপত্র নিয়ে গা ঢাকা দেয়। পুলিশ খবর পেয়ে হোটেল ২টিতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ