জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম ও তার ভাইয়ের বাড়ি, সদর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার এর বাড়িঘর ভাঙচুর করে যৌথ বাহিনী আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
সোমবার সন্ধ্যার পর থেকে এ রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চলে বলে জানা গেছে।
সন্ধ্যায় সদরের সাতানি ইউনিয়নের ভাদড়া গ্রামে সদর পশ্চিম জামায়াতের আমীরের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। তাকে বাড়ি না পেয়ে তার বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। কিছুক্ষণ পর নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে বাহিনীটি। পরে তাকে না পেয়ে তার বাড়ি ভাঙচুর করে।
সন্ধ্যা ৮টার দিকে আবারো অভিযান চালায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল খালেকের খলিল নগর বাড়িতে। এ সময় বাড়িতে তাকে না পেয়ে তার দ্বিতলা ভবন গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে বুলড্রোজার দিয়ে । এতে ভবনটি এক পাশে হেলে পড়ে।
এর আগে সকালে তার বাড়ির রান্নাঘর, বাথরুম, বাড়ির পাচালি ভাঙচুর ও ১২ ভরি সোনার গহনাসহ নগদ ৭ হাজার টাকা লুট করেছে যৌথ বাহিনীর সদস্যরা বলে দাবি করে অধ্যক্ষ আব্দুল খালেক।
যৌথ বাহিনীর কোনো সদস্যের কাছ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।