মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। এরপর ৮টা ১০মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন-দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মঈন খান, আব্দুল মান্নান, খন্দকার মোশাররফ হোসেনসহ আরো অনেকে।
পুষ্পস্তবক অর্পন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন- গণতন্ত্র আজ অবরুদ্ধ। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণ গণতন্ত্র ছিনিয়ে আনবে।
এর আগে সকাল ৬টা ৩৮ মিনিটে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও ৬টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন