Home / জাতীয় / আওয়ামী লীগ ভুল কৌশল গ্রহণ করেছে : সিপিবি-বাসদের আলোচনা সভায় সেলিম

আওয়ামী লীগ ভুল কৌশল গ্রহণ করেছে : সিপিবি-বাসদের আলোচনা সভায় সেলিম

mujahidul islam selimআওয়ামী লীগ বিরোধী দলের চলমান আন্দোলনের বিপরীতে ভুল কৌশল গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

রোববার বিকেলে মৈত্রী হল মিলনায়তনে সিপিবি-বাসদের উদ্যোগে ‘জামায়াত-শিবিরের দেশদ্রোহী তৎপরতা ও সশস্ত্র তাণ্ডব এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে মোকাবিলা করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের প্রতিরোধ ব্রিগেড গড়ে তুলতে হবে। কিন্তু আওয়ামী লীগ রাজাকার বিরোধী আন্দোলন এবং ক্ষমতার দ্বন্দ্বটাকে এক করে ফেলেছে, এটা তাদের ভুল কৌশল।”

তিনি বলেন, “আমরা গ্রহণযোগ্য নির্বাচন এবং জামাতের বিরুদ্ধে সংগ্রাম দুটোই করতে চাই। আমাদের আন্দোলনের দুটি দিক। প্রথমটি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, দ্বিতীয়টি বুর্জোয়া শাসকের বিরুদ্ধে।”

এসময় সেলিম বিএনপির সমালোচনা করে বলেন, ‘আমাদের এ সংগ্রামকে কঠিন করে তুলেছে বিএনপি, তারা জামায়াতকে তাদের মোর্চার ভেতরে নিয়ে গেছে।’

পাহারা না দেয়ার কারণে ৭১ এবং ৯০ এর বিজয়কে ধরে রাখা যায়নি এমন মন্তব্য করে প্রবীণ এ নেতা বলেন, ‘যতদিন বিজয় অর্জিত না হবে, মুক্তিসেনানী হিসেবে আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। আর সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণী।’

জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, “জামায়াত গণতন্ত্র ও মানবাধিকারের নাম করে যে আক্রমণ করছে সেটা রাষ্ট্রের ওপরই আক্রমণ।”

যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে সরকার জামায়াতকে নিষিদ্ধ করছে না অভিযোগ করে প্রবীণ এ বাম নেতা বলেন, “জামায়াতকে বাতিল করতে চাইলে শুধু নিবন্ধন বাতিল করলে হবে না, দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে।”

এ সময় দুই জোটের বিকল্প হিসেবে একটি বাম রাজনৈতিক জোট গঠন করা হবে বলেও ঘোষণা দেন মুজাহিদুল ইসলাম সেলিম।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সাজ্জাদ, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, জাহিদুল হক প্রমুখ।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ