কাদের মোল্লার ফাঁসির পর চলমান সহিংসতার মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যার লুধুয়া বাজারে এ হামলায় অপর দুজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত মিরাজ হোসেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং দেনায়েতপুর গ্রামের আবুল কালামের ছেলে।
আহতরা হলেন উপজেলা যুবলীগের সহসভাপতি মাকসুদ এবং যুবলীগকর্মী রানা। মাকসুদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রানাকে পাঠানো হয় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রায়পুর থানার ওসি রুপক কুমার সাহা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ এ হামলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি এম সালাহউদ্দিন জানান, মোটরসাইকেল যোগে এ তিনজন মিরগঞ্জ থেকে রায়পুর শহরে আসার পথে লুধুয়া বাজারে শিবিরের সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে।
এরপর তারা তিন জনকে কুপিয়ে আহত করে এবং মিরাজ ও মাকসুদকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এতে মিরাজের মৃত্যু হয়।