জামায়াতের হরতালে ঝালকাঠীর রাজাপুর উপজেলায় আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার ভোরের দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় আগুন দেয়া হয়।
এ ঘটনায় বাদশা মিয়া ও রেজাউল ইসলাম রিজু নামে দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, “রাত ৩টার পরে দুর্বৃত্তরা আগুন দিয়ে আওয়ামী লীগের কার্যালয়টি পুড়িয়ে দেয়। জামায়াত-বিএনপি নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।”
এ ব্যপারে একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।