Home / জাতীয় / সাতক্ষীরায় হিন্দু বাড়িতে আগুন, যুবলীগ নেতা আটক

সাতক্ষীরায় হিন্দু বাড়িতে আগুন, যুবলীগ নেতা আটক

satkhira map_31307সাতক্ষীরার দেবহাটায় কয়েকটি হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মুখোশধারী ১৫-২০ জন সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর এলাকাবাসী চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী ধাওয়া করলে মুখোশ পরা অবস্থায় এক দুর্বৃত্ত ধরা পড়ে। পরে সে যুবলীগ নেতা বলে দাবি করে। শনিবার রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক আব্দুল গফফর একই এলাকার এলবার গাইনের ছেলে।

আজ সকাল ৯টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটক যুবলীগ নেতা আব্দুল গফফর জানান, স্থানীয় আ’লীগ নেতার নির্দেশে সে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় সে আরো ৩ জনের নাম পুলিশকে জানান।

এদিকে ক্ষতিগ্রস্ত সুনীত সরকার জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস জানান, স্থানীয়রা আগুন ধরিয়ে দেওয়ার সন্দেহে আব্দুল গফফরকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ