রাজধানীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হেলিকপ্টার নিয়ে টহলে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) এয়ার পেট্রল টিম।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, আকাশপথ থেকে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য রোববার বেলা ১২টা থেকে রাজধানীতে হেলিকপ্টার নিয়ে র্যাবের টহল শুরু হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এই টহলের ব্যবস্থা করা হয়েছে। হেলিকপ্টার থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণ করা হবে।
উল্লেখ্য, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।