Home / জাতীয় / সোহরাওয়ার্দীতে গণজাগরণের বিজয়ের অনুষ্ঠান

সোহরাওয়ার্দীতে গণজাগরণের বিজয়ের অনুষ্ঠান

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানেই গণজাগরণ মঞ্চসহ পাঁচটি সংঠনের সম্মিলত উদ্যোগে ‘বিজয় দিবস-২০১৩’ উদযাপিত হবে।

শনিবার উদ্যানের শিখা চিরন্তনে এক সংবাদ সম্মেলনে একথা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার একথা জানান।

গণজাগরণমঞ্চ ছাড়াও ‘বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটি এবং বিজয় মঞ্চ ১৬ ডিসেম্বরের ওই অনুষ্ঠানের আয়োজক।

গত ৯ ডিসেম্বর গণজাগরণ মঞ্চ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয় দিবস-২০১৩ উদযাপনের ঘোষণা দিয়েছিল।

তবে নিরাপত্তার কারণে অনুমতি না পেয়ে সোহরাওয়ার্দীতে অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গণজাগরণের মুখপাত্র বলেন, স্থান পরিবর্তন হলেও গণজাগরণ মঞ্চ ঘোষিত আগের কর্মসূচিগুলো অপরিবতির্তত থাকবে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে অন্য সংগঠনগুলোর পরিবেশনাও থাকবে।

কর্মসূচি: সকাল ১১টায় বিজয় উদযাপন কমিটির প্রধান উপদষ্টো এয়ার ভাইস র্মাশাল (অব.) এ. কে. খন্দকার এবং আহবায়ক ড. আবুল বারাকাত ও ড. মুহম্মদ জাফর ইকবালের বক্তব্য।

সকাল ১১টা ১৫ মিনিটে থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সঙ্গীত পরিবেশনা।

বেলা ২টা ৩০ মিনিট থেকে শুরু হবে কনর্সাট ফর বাংলাদেশের আদলে কনসার্ট ফর ফ্রিডম।

বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত সেক্টর কমান্ডার্স ফোরামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফসের এমিরিটাস আনিসুজ্জামানের বক্তব্য।

বিকেল ৪টা ১৫ মিনিটে থাকবে ১৯৭১-এ পাক হানাদার বাহিনীর আত্বসমর্পণের ঐতিহাসিক ঘটনার উপর প্রামাণ্য অভিনয়।

বিকাল ৪টা ৩১ মিনিটে দেশ ও বিশ্বব্যাপী লক্ষাধিক কন্ঠে সমবেত জাতীয় সঙ্গীত।

বিকেল ৪টা ৩৫ মিনিটে শপথ পাঠ করাবেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার বীর উত্তম, এরপরই ৪টা ৪০ মিনিটে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় পতাকা হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার বীর উত্তম, নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী শাজাহান খান, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ