Home / জাতীয় / লক্ষ্মীপুরে মঙ্গলবার হরতাল

লক্ষ্মীপুরে মঙ্গলবার হরতাল

লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মো. ফয়েজ আহমেদকে হত্যা করা হয়েছে দাবি করে আগামী মঙ্গলবার জেলায় হরতাল ডেকেছে দলটি।

লক্ষীপুর পৌর জামায়াতের নায়েবে আমির মো. ইউসুফ শনিবার জানাজার পর এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার পাঁচ জনের মৃত্যুর ঘটনায় শনিবারও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।

শুক্রবার মধ্যরাতে ডা. মো. ফয়েজ আহমেদকে (৫৮) আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে এবং বাসার ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের।

তবে কীভাবে এই জামায়াত নেতার মৃত্যু হয় সে সম্পর্কে পুলিশ স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে উত্তর বাজারের বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়।

বাদ জোহর শহরের উত্তর বাজারের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নিহতের স্বজনরা জানান, র‌্যাব সদস্যরা শুক্রবার রাত সোয়া ১২টার দিকে শহরের উত্তর বাজারে ফয়েজ আহমেদের দরজা ভেঙে বাসায় ঢোকে। এরপর তাকে ধরে ছাদে নিয়ে মারধর করে। পরে পায়ে ও মাথায় গুলি করে ছাদ থেকে নিচে ফেলে দেয়।

সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, রাত ১টা ৪০ মিনিটের দিকে একটি গাড়ি এসে মৃতদেহটি হাসপাতলে রেখে যায়। তার মাথায় ও ডান পায়ের উরুতে আঘাতের চিহ্ন রয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

গত বৃহস্পতিবার র‌্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীসহ পাঁচ জনের মৃত্যু হয়। সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ