Home / জাতীয় / নোয়াখালীতে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীতে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৩

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর বিভিন্ন স্থানে জামায়াতি সহিংসতার মধ্যে নোয়াখালীতে সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন।
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শনিবার বিকালের এই সংঘর্ষে তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।

এরা হলেন- মতিউর রহমান সজীব, সাইফুল ইসলাম ও রাসেল। তিনজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসুরহাটে জামায়াত-শিবির কর্মীরা দোকান-পাট ভাংচুর শুরু করলে পুলিশ যায়। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে জবাবে শতাধিক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয়।

সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে সময় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য রয়েছেন বলে পুলিশ সুপার জানান।

নিহতদের মধ্যে সজিব ও সাইফুলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানান ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশিদুল ইসলাম।

প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষের পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ সুপার জানান। তখনো তিনি ঘটনাস্থল বসুরহাটেই ছিলেন।

কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর নোয়াখালীর বেগমগঞ্জে শুক্রবার জামায়াত-পুলিশ সংঘর্ষের সময় এক দোকানি এবং ছাত্রলীগ-শিবির সংঘর্ষে একজন নিহত হন।

এর একদিন বাদেই যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা বসুরহাটে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা বসুরহাট দক্ষিণ মসজিদ থেকে মিছিল বের করে। মিছিলকারীরা বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের মাধ্যমে প্রথমে আতঙ্ক ছড়ায়। এরপর শুরু করে ভাংচুর।

Noakhali+Pic-1

জামায়াত-শিবিরকর্মীরা উপজেলা ভূমি অফিস, স্বাস্থ্য প্রকৌশল অফিস, মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টলসহ বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠান ও একটি ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নেভায়। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও টহলে নেমেছে।

গত বৃহস্পতিবার রাতে ফাঁসি কার্যকরের পর রোববার হরতাল ডেকে বিভিন্ন স্থানে সহিংসতায় নামে জামায়াতকর্মীরা। পিরোজপুর, যশোর ও সাতক্ষীরায় চারজন নিহত হন।

এছাড়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় এবং ক্ষমতাসীন দলটির নেতাদের বাড়ি ও ব্যবস্থা প্রতিষ্ঠানে হামলা হয়। শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পাবনার বাড়িতেও পেট্রোল বোমা হামলা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ