Home / জাতীয় / কাদের মোল্লার ফাঁসি পরবর্তী ভিডিও প্রকাশ করলো পাকিস্তানি জামায়াত

কাদের মোল্লার ফাঁসি পরবর্তী ভিডিও প্রকাশ করলো পাকিস্তানি জামায়াত

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি পরবর্তী ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী।

দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দুই মিনিট আঠারো সেকেন্ডের ওই ভিডিও ফুটেজেটি প্রকাশ করা হয়।

ভিডিও ফুটেজে কাদের মোল্লার ফাঁসি পরবর্তী মরদেহ, চেহারা, জানাজার দৃশ্য, লাশের গাড়ি ইত্যাদি তুলে ধরা হয়।

কী করে এই ভিডিও ফুটেজে পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী পেলো তা এক রহস্য। কারণ কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর মরদেহ কড়া পুলিশ প্রহরায় ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজা-দাফন-কাফন সবই হয়েছে পুলিশের কড়া নজরদারির মধ্যে। এ সময় ভিডিও করা তো দূরে থাক, কাউকে ছবি তুলতেও দেয়া হয়নি।

এরই মধ্যে এই ভিডিও ফুটেজ জামায়াত-ই-ইসলামীর ফেসবুক পেজ থেকে হাজার খানেক শেয়ার হয়ে গেছে।

জামায়াত-ই-ইসলামীর ফেসবুক পেজ কাদের মোল্লার ফাঁসি পরবর্তী ভিডিও ফুটেজ এই লিংকে দেখা যাবে >> https://www.facebook.com/photo.php?v=628195110560125

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ