দেশ এখন গণতান্ত্রিক স্বৈরতন্ত্রের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, এটি সামরিক স্বৈরতন্ত্রের চেয়ে আরও বেশি খারাপ। সত্যিকার অর্থে দেশে কোন গণতন্ত্র নেই। বিষয়টি নিয়ে আমাদের ভাবা উচিত। গতকাল সিরডাপ মিলনায়তনে ‘দেশ শান্তি চায়!’ শীর্ষক এক রাজনৈতিক সঙ্কট নিয়ে নাগরিক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরশাদের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে আন্দোলন হয়েছে। এরপর গণতন্ত্র এলো। কিন্তু আমরা গত কয়েকদিনে টের পেয়েছি, যে স্বৈরতন্ত্রের মধ্যে আমরা ছিলাম, তার চাইতে অনেক খারাপ স্বৈরতন্ত্রের মধ্যে আমরা পড়েছি। সামরিক স্বৈরতন্ত্রের মধ্যে ছিলাম আর এখন গণতান্ত্রিক স্বৈরতন্ত্রের মধ্যে পড়েছি।
