Home / জাতীয় / ফাঁসির পর সহিংসতায় সারাদেশে নিহত ৫

ফাঁসির পর সহিংসতায় সারাদেশে নিহত ৫

গত বৃহস্পতিবার কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর সারাদেশে সহিংসতায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে । নিহতরা হল সাতক্ষীরায় ২ , নোয়াখালীতে ১, পিরোজপুরে ১ এবং যশোরে ১ জন । এছাড়া সারাদেশে বেপরোয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবিরকর্মিরা । আজ গভীর রাতে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান জজ বাবু (৩৮) এবং কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম আজুকে (৪৮) জামায়াত-শিবিরকর্মিরা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ । এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষে এক চটপটি বিক্রেতা এবং পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গুলিতে বিএনপিকর্মি নিহত হয় । এছাড়া যশোরের বাঘারপাড়ায় আগুন দিতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন আশরাফুল (২০) নামে এক জামায়াত কর্মী।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ