আসন্ন ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে বাংলাদেশে ফের ১/১১ মত আবারও জরুরি অবস্থা জারির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি । আজ শুক্রবার বৃটেনের প্রভাবশালী গণমাধ্যম বিবিসিতে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বিবিসি বাংলা বিভাগের সম্পাদক সাবির মুস্তফার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে দেশকে খাদে পড়া থেকে রক্ষা করতে দেশে জরুরী অবস্থা জারি হতে পারে এমন জল্পনা কল্পনা দেখা দিয়েছে। এতে আরও বলা হয় আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দূরত্ব বেড়েই চলেছে । দেশের বিদ্যমান রাজনৈতিক সংঘাতে জনজীবন কোণঠাসা হয়ে পড়েছে ।