Home / জাতীয় / কাদের মোল্লার মামলার বিচারপতির গ্রামের বাড়িতে আগুন

কাদের মোল্লার মামলার বিচারপতির গ্রামের বাড়িতে আগুন

হাইকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় বিচারপতির পরিবারের কেউ গ্রামের বাড়িতে ছিলেন না। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদ-াদেশ প্রদানকারী আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চের অন্যতম ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত বাইরে থেকে বিচারপতি এসকে সিনহার ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে ঘরের বারান্দায় রক্ষিত ২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। আগুনের উত্তাপে দেয়ালে কালো দাগ পড়েছে। আগুন নেভানোর পর কমলগঞ্জ থেকে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি দা উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. তোফায়েল আহম্মেদসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। তবে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতের বেলা বাড়িতে পুলিশের পাহারা ছিল না।

এলাকাবাসী জানিয়েছে, ঘটনার সময় তিনটি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় দুর্বৃত্তরা ঘটনাস্থলে পৌঁছে। গ্রামের পাহারাদাররা ভোর হওয়ার পর নিজেদের বাড়িতে চলে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন লাগানোর পর মানুষ জেগে ওঠায় দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

কমলগঞ্জ থানার ওসি নীহাররঞ্জন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কে বা কারা আগুন দিয়েছে। সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ