Home / জাতীয় / বিদেশি ক্রেতাদের সাবধানে চলার অনুরোধ

বিদেশি ক্রেতাদের সাবধানে চলার অনুরোধ

তৈরি পোশাক শিল্পের যে সব বিদেশি ক্রেতা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের সাবধানে চলাফেরা করার অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সকালে পোশাক খাতের বিদেশি ক্রেতা ও বিজিএমইএ-এর নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন। মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগ মুহূর্তে দেশে যে সহিংস পরিবেশ বিরাজ করছে তা নির্বাচন হয়ে গেলে আর থাকবে না। তাই আপনারা আর মাত্র ২ থেকে ৩ সপ্তাহ একটু সাবধানে চলবেন।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। যা আমাদের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। আন্দোলনের নামে চলমান সহিংসতা সাময়িক। আর এ কারণে বিদেশি ক্রেতারা একটু শঙ্কিত হবে এটাই স্বাভাবিক। তবে আমি আশা করছি আপনারা বিগত সময়ে আমাদের দেশে যেভাবে ব্যবসা করেছেন, তা আবার করতে পারবেন। শুধু একটু ধৈর্য ধরুন।’
স্ট্যান্ডার্ড গার্মেন্টসের নাশকতা পরিকল্পিত দাবি করে তিনি বলেন, ‘নাশকতাকারীদের খুঁজে বের করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এটা নিয়ে আপনারা শঙ্কিত হবেন না। এটা একটা দুর্ঘটনা মনে করবেন।’ ক্রেতাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের বিনিয়োগ যাতে নিরাপদ থাকে, এজন্য আগেও কাজ করেছি, আগামীতেও করবো।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ’র সাবেক সভাপতি মো. হাতেম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আসাদুজ্জামান, শ্রম সচিব মিকাইল শিপার এবং বিভিন্ন দেশের পোশাক খাতের ক্রেতা

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ