বেনাপোল বন্দর থেকে বিশেষ ব্যবস্থায় আমদানি পণ্যের চালান ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে একটি দল ৫০টি ট্রাকের বহর নিয়ে বেনাপোল থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়েছে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াড়িং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান জানান, এরআগে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমদানিকারকরা আগ্রহী হলে পণ্য গন্তব্যে পৌছানোর দায়িত্ব নেবার কথা কতারা।
তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেল থেকে শুরু হলো অবরোধ হরতালের মধ্যে আমদানি পণ্য খালাস করে গন্তব্যে পৌছানোর কাজ শুরু হয়েছে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মতিউর রহমান জানান, বিশেষ ব্যবস্থায় ও নিরাপত্তা দিয়ে রফতানিমূখী শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য খালাসের পর তা কারখানায় পৌছানোর কাজ শুরু হয়েছে।
“আমরা এ সব পণ্যবাহী ট্রাক ঢাকা পর্যন্ত পৌছে দেব।”
এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বিজিবি’র ওই কর্মকর্তা জানান।
বেনাপোল বন্দরের পরিচালক(ট্রাফিক) ড. আনোয়ার মল্লিক বলেন, ”সার্বিক বিষয়গুলি বিবেচনায় নিয়ে আমরা ওই সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি জানান, দেশের ৯০ ভাগ শিল্প প্রতিষ্ঠান ও পোশাক শিল্পের ‘কাঁচামাল’ এ পথে আমদানি হয়ে থাকে।